Wellcome to National Portal
Main Comtent Skiped

ই পাসপোর্ট এর যাবতীয় কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে


কী সেবা কীভাবে পাবেন

 

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)

মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি  হচ্ছে এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য জলছাপের মাধ্যমে ছবির নিচে লুক্বায়িত থাকে এবং একই সঙ্গে এতে থাকে একটি “মেশিন রিডেবল জোন(MRZ)” যা পাসপোর্ট বহনকারীর ব্যক্তিগত তথ্য, বিবরণী ধারণ করে। MRZ লাইনে লুকায়িত তথ্য শুধুমাত্র নির্দিষ্ট  মেশিনের মাধ্যমে পড়া যায় ফলে ভ্রমণ ডকুমেন্ট এর নিরাপত্তা বৃদ্ধি পায় এবং MRZ লাইন দ্রুততম সময়ে পড়া যায় ফলে বহিরাগমনে প্রক্রিয়াকরণ সময় কম লাগে। এমআরপি কম্পিউটার এ মুদ্রিত।

 

কিভাবে করবেন এমআরপি ?

  1. প্রথমে এমআরপি ফরম সংগ্রহ করতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অথবা বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এর ওয়েবসাইট  থেকে আবেদন ফরম সংগ্রহ করুন।
  2. অথবা online এ আবেদন করুন ।
  3. আবেদন ফরম পূরণ করার আগে আবেদনপত্রে উল্লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন। নির্দেশাবলী   অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র/দলিলপত্রাদি  সংযুক্ত করুন।
  4. ব্যাংকে পাসপোর্টের নির্ধারিত ফি প্রদান করে ব্যাংক ভাউচার আবেদন ফরম এর সঙ্গে সংযুক্ত করুন।
  5. পূরণকৃত ফরম সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্হিত হয়ে জমা দিন।
  6.  

  7. মেশিন রিডেবল পাসপোর্ট(এমআরপি) ফি

    বি.দ্র.-পাসপোর্টের সকল ফি'র উপর ১৫% ভ্যাট প্রযোজ্য । ফি এবং ভ্যাট একই স্লিপে জমা করতে হবে।

    সোনালী ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন।

    ১) ওয়ান ব্যাংক
    ২) ট্রাস্ট ব্যাংক
    ৩) ব্যাংক এশিয়া
    ৪) প্রিমিয়ার ব্যাংক
    ৫) ঢাকা ব্যাংক।

  8.  

সেবা কিভাবে পাবেনঃ

ক্রমিক নং

সেবা সমূহ

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রদানের প্রদ্ধতি

সেবা প্রদানের প্রয়োজনীয় সময়

প্রয়োজনীয় ফি

মন্তব্য

জরুরী নতুন পাসপোর্ট প্রদান

উপ-পরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমিল্লা।

সত্যায়িত পাসপোর্ট আবেদন পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র

প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ রিপোট প্রাপ্তি সাপেক্ষে ০৭(সাত) কর্মদিবস

৬০০০+১৫% ভ্যাট

 

সাধারন নতুন পাসপোর্ট প্রদান

প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ রিপোট প্রাপ্তি সাপেক্ষে ১৫(পনের) কর্মদিবস

৩০০০+১৫% ভ্যাট

 

জরুরী নবায়ন

আবেদন পত্র

৭২ ঘন্টার মধ্যে

২৫০০+১৫%ভ্যাট

 

সাধারণ নবায়ন

৭ কর্মদিবস

১৫০০+১৫%ভ্যাট

 

জরুরী সংযোজন

৭২ ঘন্টার মধ্যে

৫০০+১৫%ভ্যাট

 

সাধারণ সংযোজন

৭ কর্মদিবস

৩০০+১৫%ভ্যাট

 

ম্যাপ